এটি পঞ্চগড় টুনিরহাট সড়কের তালমা বাজারের পাশে রাভার ড্যাম এর পাশে অবস্থিত। এটি পঞ্চগড় এর একমাত্র বিনোদন পার্ক হিসেবে পরিচিত। এর প্রবেশ ফি ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এটি আদর্শ স্থান।

পঞ্চগড় থেকে এর দূরত্ব  কিঃ মিঃ।  অটোভ্যান এ যেতে লাগবে ১০ টাকা। রিকশায় ১৫/২০ টাকার মধ্যে। 

এর ভেতরে শিশু দের নানা ধরনের খেলনার জিনিস রয়েছে। এগুলো তে শিশুরা খেলে অনেক মজা পায়।

প্রতিবছর এখানে হাজার হাজার পর্যটক ঘুরতে আসেন।এখানে শিশুদের পাশাপাশি বড়দের জন্যও আড্ডা দেয়া মজা করা ইত্যাদির জন্য খুব ভালো একটা জায়গা। যদিও পঞ্চগড় এর মানুষ খুবই পরিশ্রমী। তারপরও সময় পেলে তারা ঠিকই এখানে ঘুরতে আসে।

Save Pdf

Not Found PDF File.